দৈনিক নয়া দিগন্তের ঐতিহ্যবাহী সহযোগী গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘সেন্টার ফর মিডিয়া রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এমআরটি)’ দেশের গণমাধ্যম অঙ্গনে দক্ষ, সৎ এবং পেশাদার সাংবাদিকের চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে বিশেষ প্রশিক্ষণ কোর্স- ‘মিডিয়া মিশন’ -এর তৃতীয় ব্যাচচালু করার পদক্ষেপ নিয়েছে।দীর্ঘ তেরো বছরের বিরতির পর নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে এবং এরই মধ্যে দুইটি কোর্স সফল ভাবে সম্পন্ন করেছে।
সাংবাদিকতায় আগ্রহী তরুণদের জন্য এমআরটির তৃতীয় ব্যাচে তিন মাসের কোর্সে ভর্তি শুরু হয়েছে। কোর্সটিতে তত্ত্বীয় ও ব্যবহারিক জ্ঞানের এক অনবদ্য সমন্বয় ঘটানো হয়েছে। কোর্সে নারী প্রশিক্ষণার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
কোর্সের বিষয়সমূহ
🔸 বেসিক জার্নালিজম
🔸 মোজো (মোবাইল জার্নালিজম)
🔸 টেলিভিশন জার্নালিজম
🔸 নিউজ প্রেজেন্টেশন
🔸 অনলাইন জার্নালিজম
🔸 ডিজিটাল জার্নালিজম
🔸 এসইও
🔸 ভিডিও জার্নালিজম
🔸 ভিডিও এডিটিং
🔸 ফ্যাক্ট চেক

কোর্স ডিটেইলস
- মোট ক্লাস: ৫৫টি, ব্যবহারিক ক্লাস ১০টি
- ক্লাসের সময়: শুক্র ও শনিবার, দিনে ২টি করে ক্লাস (সকাল ১০টা থেকে ১২টা)
- ক্লাসের মাধ্যম: সরাসরি (নয়া দিগন্ত অফিস)
- কোর্সের মেয়াদ: ৩ মাস
- ভর্তির শেষ সময়: ৪ ফেব্রুয়ারি
- উদ্বোধনী অনুষ্ঠান: ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)
- কোর্স ফি: ৭,০০০ হাজার টাকা (একবারে পরিশোধ করতে হবে)
রেজিষ্ট্রেশন লিংক
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScZn7srKKdfrLEWpLi8RmaKMNZg3ouTiIfXRhytCWlj_EZ6ng/viewform

কোর্সের আউটপুট
🔹 সরাসরি প্রশিক্ষণের সুযোগ
🔹 হাতে কলমে সাংবাদিকতা শেখা
🔹 মিডিয়া জগতের দেশবরেণ্য ব্যক্তিদের ক্লাস
🔹 প্রিন্ট, অনলাইন, ডিজিটালসহ সাংবাদিকতার সবগুলো সেগমেন্ট জানা যাবে
🔹 কোর্স শেষে বিবেচনা সাপেক্ষে ইন্টার্নশিপ সুবিধা
🔹 যেকোনো হাউজে কাজ করার মতো দক্ষতা অর্জন।
ভর্তির জন্য যোগাযোগে ফোন: ০১৫৭৭১৪৩৪৮৫, ইমেইল:[email protected], ঠিকানা: ১ আর. কে. মিশন রোড (মানিক মিয়া ফাউন্ডেশন ভবন), লেবেল-৪, ইত্তেফাক মোড়, মতিঝিল, ঢাকা-১২০৩।
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে শক্তিশালী করতে এবং একটি পেশাদার ও পরিশুদ্ধ সাংবাদিক সমাজ গঠনে এমআরটি বদ্ধপরিকর। মিডিয়া মিশনের এই যাত্রায় অংশ নিয়ে আগামী দিনের সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে প্রস্তুত করুন।
দেশবরেণ্য প্রথম সারির বিশেষজ্ঞরা রিসোর্স পার্সনহিসেবে কোর্সটিতে থাকবেন।



