নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলার চার্জশিট দ্রুতই দেয়া হবে : র‌্যাব

‘ত্বকী হত্যা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাই-বাছাই করে দ্রুত চার্জশিট জমা দেয়া হবে।’

নয়া দিগন্ত অনলাইন
তানভীর মুহাম্মদ ত্বকী
তানভীর মুহাম্মদ ত্বকী |সংগৃহীত

নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। শিগগিরই মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন র‌্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, ‘ত্বকী হত্যা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাই-বাছাই করে দ্রুত চার্জশিট জমা দেয়া হবে।’

শনিবার (১ নভেম্বর) দুপুরে কারওয়ান বাজারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

২০১৩ সালের ৬ মার্চ বিকেলে শহরের কালীর বাজারের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন এ লেভেল পরীক্ষায় রসায়ন ও পদার্থবিদ্যায় বিশ্বের সর্বোচ্চ নম্বর পাওয়া মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী।

দু’ দিন পর শীতলক্ষ্যা নদীর কুমুদিনি খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

ত্বকীর বাবা রফিউর রাব্বি অভিযোগ করেন, তৎকালীন সংসদ সদস্য শামীম ওসমানের নির্দেশে তার ছেলে অপহরণ ও হত্যার শিকার হন। শামীমের ভাতিজা আজমেরী ওসমানের টর্চার সেলে নিয়ে ত্বকীকে নির্যাতন করে হত্যা করা হয়।