বিমান দুর্ঘটনার পর তৃতীয় দফায় বাড়ানো ছুটি শেষে রোববার (৩ আগস্ট) সীমিত পরিসরে খুলে দেয়া হচ্ছে রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাস।
শনিবার (২ আগস্ট) রাতে মাইলস্টোন কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কলেজ ক্যাম্পসে রোববার হতাহতদের স্মরণে সভা এবং সীমিত পরিসরে ক্লাস হবে।
শাহ বুলবুল বলেন, রোববার নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানটি খুলে দেয়া হচ্ছে। এরপর পর্যায়ক্রমে অন্য শ্রেণির শিক্ষার্থীদের জন্যও একাডেমিক কার্যক্রম চালু হবে।
উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে প্রশিক্ষণে থাকা বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুলের ভবনে আছড়ে পড়ে এবং আগুন ধরে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছিলেন শতাধিক যাদের মধ্যে ৪১ জন এখনো চিকিৎসাধীন আছে বলে সরকারি তথ্যে জানানো হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া সবশেষ তথ্য অনুয়ায়ী, মাইলস্টোন দুর্ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৮ জন, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ১৪ জন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং ইউনাইটেড হাসপাতালে একজন করে মারা গেছেন।