পোস্টাল ভোটের ছবি-ভিডিও শেয়ার ‘দণ্ডনীয় অপরাধ’, হতে পারে এনআইডি ব্লক

এছাড়াও, পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করার জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানিয়েছে ইসি।

নয়া দিগন্ত অনলাইন
পোস্টাল ভোট নিয়ে ইসির সতর্কতা
পোস্টাল ভোট নিয়ে ইসির সতর্কতা |সংগৃহীত

পোস্টাল ব্যালটে ভোটদানের পর ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়াও, পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করার জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানিয়েছে ইসি।

শনিবার (৩ জানুয়ারি) এ বিষয়ে ইসির এক বার্তায় বলা হয়েছে, ‘পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা আপনার অধিকার ও দায়িত্ব। ভোট দেয়ার তথ্য বা ব্যালটের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা আইনত দণ্ডনীয় অপরাধ। যেকোনো ধরনের পোস্ট বা শেয়ার করা থেকে বিরত থাকুন। নতুবা আপনার এনআইডি কার্ড ব্লক এবং অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।’

আজ প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান এসব তথ্য জানান। বাসস