নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার স্ত্রী সালমা ওসমানের নামে পৃথক দু’টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া তাদের সন্তানদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সংস্থাটির প্রধান কার্যালয়ে করা এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুদকের মহাপরিচালক মো: আক্তার হোসেন।
তিনি বলেন, ‘শামীম ওসমান সংসদ সদস্য থাকাকালে নিজের অর্পিত ক্ষমতার অপব্যবহার করে ছয় কোটি ৬৭ লাখ ৫৩ হাজার ৬৮৯ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নামে থাকা নয়টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪৩৯ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ৪৮০ টাকা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।’
অন্যদিকে, সালমা ওসমান জ্ঞাত আয়ের উৎস ব্যতিরেকে তিন কোটি নয় লাখ ৭৫৭ টাকা সম্পদ অর্জন করেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে। তার নামে থাকা আটটি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৪৬ কোটি ৬৬ লাখ ৮৯ হাজার ১৩১ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে।
এসব অভিযোগের ভিত্তিতে তাদের দু’জনের নামে আলাদা দু’টি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া শামীম ওসমান ও সালমা ওসমানের ছেলে ইমতিনান ওসমান ও মেয়ে লাবীবা জোহা অঙ্গনার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রাথমিক প্রমাণ পাওয়ায়, তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ জারি করেছে দুদক। বাসস