কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপবৃত্তি বিষয়ে সুখবর

চূড়ান্তভাবে অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য ডিটিই স্টিপেন্ড (এমআইএস) এ এন্ট্রি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেয়ার জন্য সুপারিশ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

নয়া দিগন্ত অনলাইন
কারিগরি শিক্ষা অধিদফতর
কারিগরি শিক্ষা অধিদফতর |সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চল থেকে নতুন করে ১২৭টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান উপবৃত্তির জন্য আবেদন করেছে। এই আবেদনগুলো যাচাই করে চূড়ান্ত অনুমোদন দিতে সভা আহ্বান করা হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

কারিগরি শিক্ষা অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা প্রদান নির্দেশিকা, ২০২৩ অনুযায়ী নতুন শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্তির জন্য আবেদন আহ্বান করে। যা চলতি বছরের ২২ জুন ওয়েবসাইটে প্রকাশিত হয়।

এ পরিপ্রেক্ষিতে আটটি আঞ্চলিক কার্যালয়ে- বরিশাল-১৩টি, চট্টগ্রাম-১৩টি, ঢাকা-২৬টি, খুলনা-১৭টি, ময়মনসিংহ-১৯টি, রাজশাহী-১৩টি, রংপুর-১৭টি, সিলেট-৯টি সর্বমোট ১২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন জমা হয়। এ বিষয়ে আঞ্চলিক কার্যালয়ের সুপারিশ কারিগরি শিক্ষা অধিদফতরে নেয়া হয়েছে।

উপবৃত্তি নির্দেশিকা-২০২৩ অনুযায়ী গঠিত কেন্দ্রীয় কমিটির একটি সভা কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের সভাপতিত্বে ২৯ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় কারিগরি শিক্ষা অধিদফতরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

সভার আলোচ্যসূচি- আঞ্চলিক কার্যালয় থেকে প্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সুপারিশসহ আবেদনপত্রগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা। উপবৃত্তি প্রাপ্তির যোগ্য কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চূড়ান্তকরণ ও অনুমোদন।

চূড়ান্তভাবে অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য ডিটিই স্টিপেন্ড (এমআইএস) এ এন্ট্রি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেয়ার জন্য সুপারিশ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। সংশ্লিষ্ট সবাইকে সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে। বাসস