বাংলাদেশের রাজধানী ঢাকার মিটফোর্ড হত্যাকাণ্ডে মুসলমান ব্যবসায়ীকে হিন্দু বানিয়ে অপপ্রচার করছে ভারতের প্রথম সারির একাধিক গণমাধ্যম। রোববার গণমাধ্যমগুলোতে প্রচারিত সংবাদে এই চিত্র দেখা যায়।
ভারতের শীর্ষস্থানীয় অনলাইন নিউজপোর্টাল এনডিটিভি এই ঘটনার শিরোনাম করেছে- ‘বাংলাদেশে গণপিটুনিতে হিন্দু ব্যবসায়ী নিহত, লাশের গায়ে নৃত্য করছে হামলাকারীরা।’
এদিকে, ইন্ডিয়া টুডে ঘটনাটির শিরোনাম করেছে- ‘বাংলাদেশে হিন্দু ব্যবসায়ীকে কংক্রিটের স্ল্যাব দিয়ে পিটিয়ে হত্যা, লাশের গায়ে উদাম নৃত্য হামলাকারীদের’।
উভয়টি গণমাধ্যম শিরোনামে হিন্দু ব্যবসায়ী বলে উল্লেখ করেছে। তবে সংবাদের ভেতরে এ বিষয়ক কোনো তথ্য উল্লেখ করতে পারেনি। এনডিটিভি তথ্যসূত্র উল্লেখ না করলেও ইন্ডিয়া টুডে নিউজে পিটিআইকে সোর্স হিসেবে ব্যবহার করেছে। যেখানে বাংলাদেশের প্রথম আলোর সূত্রে সংবাদটি করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, নিহত মুসলিম ব্যবসায়ীর ডাক নাম লাল চাঁদ হওয়ায় তথ্য যাচাই না করেই হিন্দু ব্যবসায়ী বলে চালিয়ে দেয়া হয়েছে।
এর আগেও ভারতীয় গণমাধ্যমে একাধিক ঘটনায় মুসলিমদের ঘটনাকে হিন্দুদের ঘটনা বলে চালিয়ে দেয়ার রেকর্ড রয়েছে।
এছাড়া নিউজ-১৮-সহ আরো কিছু গণমাধ্যমে মুসলিম ব্যবসায়ীর নাম কেবল লাল চাঁদ উল্লেখ করেছে। এতেও এক ধরনের বিভ্রান্তির সুযোগ তৈরি হয়েছে।