হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন

‘সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। ‌খবর পাওয়ার সাথে সাথে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। ‌এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।’

নয়া দিগন্ত অনলাইন
হাতিরঝিল
হাতিরঝিল |সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে মধুবাগ সেতুতে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় হাতিরঝিলের মধুবাগ সেতুতে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ বলেন, ‘সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। ‌খবর পাওয়ার সাথে সাথে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। ‌এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।’