২০১৮ সালে নির্বাচনে বাংলাদেশ পুলিশ যে কলঙ্কিত হয়েছিল। সেই কলঙ্ক মুছার জন্য আমরা এখন থেকেই কাজ করছি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো: সাজ্জাত আলী।
শুক্রবার (২২ আগস্ট) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো: সাজ্জাত আলী বলেন, ‘প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনকে সামনে রেখে কাজ করে যাচ্ছে পুলিশ। এবারের নির্বাচন সার্বজনীন ও নিরপেক্ষ অনুষ্ঠিত হবে। এই নির্বাচন দেশে ও বিদেশে সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে। আগামী নির্বাচন যেন সুন্দর হয় সেই লক্ষ্যে করছি।’
তিনি বলেন, ‘জুলাই-আগস্টের আন্দোলনের সময় আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়। ১৪ জন পুলিশ সদস্য মারা যায়। অনেক থানা ধ্বংস হয়, অস্ত্র লুট হয়। সবচেয়ে বেশি ক্ষতি হয় পুলিশের মনোবলের। কারণ তখন তাদের মনোবল ভেঙে পড়ে। বিগত এক বছরে আমাদের পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা করতে সক্ষম হয়েছি।’
তিনি আরো বলেন, ‘ক্র্যাবের সকল অনুষ্ঠানে ডিএমপি না করে না। সব সময় আসে। ক্র্যাবের সাংবাদিকরা আমার সহকর্মী। সব সময় আমরা একত্রে কাজ করব। আমাদের সহকর্মীদের ক্র্যাব সাহায্য করে। সবাইকে নিরাপত্তা দেয়ার জন্য একত্রে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এম এম বাদশা।
এ সময় ক্র্যাব সদস্যদের সার্বিক মঙ্গলকামনা করে সংক্ষিপ্ত বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ক্র্যাব সদস্যদের সন্তানদের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।