পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বাহারুল আলম।
শনিবার (৮ নভেম্বর) রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক চলমান আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বিশেষ মতবিনিময় সভায় আইজিপি প্রধান অতিথির বক্তৃতায় এ নির্দেশনা দেন।
ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলীর সভাপতিত্বে এ সভায় আরো উপস্থিত ছিলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান, অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) স্পেশাল ব্রাঞ্চ মো: গোলাম রসুল, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো: সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো: নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স ও প্রকিউরমেন্ট) হাসান মো: শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো: শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: জিললুর রহমানসহ ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনাররা, ডিএমপির আট অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনাররা, সকল জোনাল এসি, এসি প্যাট্রোল, সকল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্যাট্রোল ইন্সপেক্টররা।
এছাড়াও সভায় চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পাদনের জন্য উপস্থিত পুলিশ কর্মকর্তারা তাদের মতামত তুলে ধরেন এবং প্রয়োজনীয় কর্মপন্থা নির্ধারণ করেন।
সূত্র : বাসস



