গণঅভ্যুত্থান স্মরণে জাতীয় প্রেস ক্লাবের শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মঙ্গলবার বেলা ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে ছোট ছোট শিশুদের তুলির ছোঁয়ায় ফুটে উঠেছে আন্দোলনের বেদনাদায়ক স্মৃতি ও অনুপ্রেরণার প্রতিচ্ছবি।

Location :

Dhaka City
জাতীয় প্রেস ক্লাবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
জাতীয় প্রেস ক্লাবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা |নয়া দিগন্ত

ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মঙ্গলবার বেলা ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে ছোট ছোট শিশুদের তুলির ছোঁয়ায় ফুটে উঠেছে আন্দোলনের বেদনাদায়ক স্মৃতি ও অনুপ্রেরণার প্রতিচ্ছবি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের ক্রীড়া উপকমিটির সভাপতি ফারজানা পলি।

প্রতিযোগিতার উদ্বোধনকালে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ বলেন, “গত বছর জুলাই মাসে অন্যায়ের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, তা আমাদের শিশুরা আজ ছবির মাধ্যমে জানছে। তারা দেখছে কিভাবে একটি মিছিল বা আন্দোলন একটি বড় পরিবর্তনের সূচনা করে। যেসব শহীদ ও আহতদের রক্তে আন্দোলন শক্তি পেয়েছিল, তাদের গল্পগুলো শিশুরা আঁকার মধ্য দিয়ে জানবে।”

Press-Club-02

তিনি আরো বলেন, “৫ আগস্ট আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন। এই দিনে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটেছিল। এই দিনটিকে স্মরণ করেই আজকের এই প্রতিযোগিতা। আমি আয়োজক ব্যবস্থাপনা কমিটির সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বিচারকমণ্ডলীকে আন্তরিক ধন্যবাদ জানাই। শিশুদের এই উদ্যোগের মধ্য দিয়েই পতাকা, দেশ, এবং আন্দোলনের চেতনা তাদের মাঝে বেঁচে থাকবে। তাদেরকেই ভবিষ্যতে দেশ পরিচালনা করতে হবে, তাই এখন থেকেই তাদের সেইভাবে দীক্ষিত করার উদ্যোগ জরুরি।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম। তিনি বলেন, “আজকের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে আমার চোখে ভেসে উঠছে ২০২৪ সালের জুলাইয়ের সেই উত্তাল রাজপথ। একদিকে তরুণরা জীবন দিচ্ছিল, আরেকদিকে ছোট ছোট শিশুরা দেয়ালে আঁকছিল গ্রাফিতি, অঙ্কন ও স্লোগান। বনশ্রী দিয়ে যাবার সময় রাস্তার এক কোণে আঁকা একটি ছবি এখনও চোখে পড়ে। শিশুদের এসব দেয়ালচিত্র আমাদের সংস্কৃতিরই অংশ হয়ে গেছে। তারা এভাবেই ইতিহাস মনে রাখবে।”

Press-Club-03

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, “জুলাইয়ের গ্রাফিতি আর ছবিগুলো মানুষের হৃদয়ে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিল। আজকের শিশুরা সেই আগুনের গল্প আঁকছে তাদের তুলির রঙে। আমাদের মনে রাখতে হবে—সবার আগে বাংলাদেশ। আর তাই আমাদের সন্তানদের দেশপ্রেমে দীক্ষিত করাই আমাদের দায়িত্ব।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের অর্থ সম্পাদক কাজী রৌণক জাহান, বাংলাদেশ ফটো সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি একেএম মুহসিন, নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলীসহ জাতীয় প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও অভিভাবকমণ্ডলী।

প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানের পুরোটা জুড়ে শিশুদের সৃজনশীলতা, দেশপ্রেম ও ঐতিহাসিক চেতনায় উদ্বুদ্ধ চিত্রকর্ম সবার প্রশংসা কুড়ায়।