ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাজিল (অনার্স) পরীক্ষা–২০২৪ এর স্থগিতকৃত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। এর আগে অনিবার্য কারণে গত ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য ফাজিল (অনার্স) পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
পুনঃনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর ওই পরীক্ষা পূর্বঘোষিত কেন্দ্র ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এদিন ফাজিল (অনার্স) ২য় বর্ষ ও ৪র্থ বর্ষের নির্ধারিত বিষয়সমূহের পরীক্ষা গ্রহণ করা হবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।



