স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রেষণে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নামে বরাদ্দকৃত সরকারি বাসার ভাড়া এবং বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধের প্রমাণপত্র আবাসন পরিদফতরে নিয়মিত প্রেরণের নির্দেশনা দিয়েছে সরকার।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত জারিকৃত সম্প্রতি এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, অধীনস্থ বিভিন্ন দফতর ও সংস্থায় এই সংক্রান্ত একটি নির্দেশনা পাঠানো হয়েছে।
সম্প্রতি আবাসন পরিদফতরের পরিচালক মো: আসাদুজ্জামান স্বাক্ষরিত এক নির্দেশনায় প্রেষণে কর্মরতদের বাসা ভাড়া ও বিল পরিশোধের প্রমাণাদি প্রেরণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছিল।
ওই নির্দেশনায় বলা হয়, অবসরকালীন ‘না-দাবি’ সনদ প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী বর্তমানে বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রেষণে কর্মরত আছেন এবং তারা আবাসন পরিদফতরের নিয়ন্ত্রণাধীন সরকারি বাসায় বসবাস করছেন। যেহেতু তাদের বেতন-ভাতাদি ‘আইবাস++’ সিস্টেমের আওতাভুক্ত নয়, তাই তাদের বাসা ভাড়া, পানি, পয়ঃপ্রণালি কর, পৌর কর এবং গ্যাস বিল চালানের মাধ্যমে পরিশোধ করতে হয়।
নির্দেশনায় আরো বলা হয়, চাকরি শেষে পেনশন বা আনুতোষিক উত্তোলনের জন্য আবাসন পরিদফতর থেকে ‘না-দাবি’ সনদপত্র গ্রহণ করা বাধ্যতামূলক। এই সনদপত্র দ্রুত ও নির্ভুলভাবে প্রদানের সুবিধার্থে এখন থেকে প্রতি মাসের বিল পরিশোধের চালানের কপি আবাসন পরিদফতরে নিয়মিত প্রেরণ করতে হবে।
আবাসন পরিদফতর বলছে, অনেক ক্ষেত্রে পেনশন কেস নিষ্পত্তির সময় বিল পরিশোধের নথিপত্র না থাকায় কর্মকর্তা-কর্মচারীদের ভোগান্তিতে পড়তে হয়। নিয়মিত বিলের কপি জমা থাকলে অবসর গ্রহণের পর দ্রুততম সময়ে না-দাবি সনদ প্রদান সম্ভব হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো: রাজিবুল আলম স্বাক্ষরিত আদেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), এনটিআরসিএ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি), এনসিটিবিসহ সংশ্লিষ্ট সব শিক্ষা বোর্ড ও সংস্থায় এই নিদের্শনা কার্যকর করতে বলা হয়েছে।
সূত্র : বাসস



