বাংলাদেশ রেলওয়ের লোকোমোটিভ রক্ষণাবেক্ষণের সাথে সংশ্লিষ্ট ১২ কর্মী ১৩ দিনের প্রশিক্ষণ নেয়ার জন্য দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
সোমবার (৮ ডিসেম্বর) একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা হয়েছেন।
রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশ রেলওয়ের রোলিংস্টক ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণ উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় লোকোমোটিভ রক্ষণাবেক্ষণের সাথে সংশ্লিষ্ট কর্মীরা প্রশিক্ষণের উদ্দেশে দক্ষিণ কোরিয়া সফর করবেন।
বাংলাদেশ রেলওয়ের ইতিহাসে এই প্রথম কর্মী পর্যায়ে প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। দক্ষিণ কোরিয়া সরকারের অনুদানে প্রকল্পের আওতায় বাংলাদেশ রেলওয়ের লোকোমোটিভ রক্ষণাবেক্ষণ কর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে এই প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে।
প্রশিক্ষণে বিভিন্ন লোকোমোটিভ কারখানা ও লোকোসেডের মোট ১০ জন এবং সমন্বয়ক হিসেবে দু’জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। আজ ৯ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এই প্রশিক্ষণটি দক্ষিণ কোরিয়ার বুশানে কোরিয়া রেল ওয়ার্কসপে অনুষ্ঠিত হবে।
প্রকল্পটি দক্ষিণ কোরিয়া সরকারের অর্থ সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম প্রশিণার্থীদের শুভকামনা জানান এবং প্রশিক্ষণ গ্রহণ ও প্রশিক্ষণলদ্ধ জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগের অনুরোধ জানান।



