বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছেন গণমাধ্যমকর্মী কাজী ইফতেখার রহমান। তিনি কাজী ইফতেখার শুভ নামে পরিচিত।
বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রোববার (২ নভেম্বর) রাতে জমকালো আয়োজনে তার হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন এবং বরেণ্য অভিনেতা আজিজুল হাকিম।
সেরা সাংবাদিক (আন্তর্জাতিক নিউজ) ক্যাটাগরিতে এ সম্মাননা অর্জন করেন কাজী ইফতেখার। তিনি বর্তমানে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি’তে সিনিয়র নিউজরুম এডিটর হিসেবে কর্মরত আছেন। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ, বিশ্লেষণ এবং পর্যালোচনা দর্শকদের সামনে তুলে ধরেন তিনি।
গণমাধ্যমকর্মী কাজী ইফতেখার শুভ ২০১২ সালে দৈনিক কালের কণ্ঠে লেখালেখির মাধ্যমে সাংবাদিকতার ক্যারিয়ার শুরু করেন। এরপর দৈনিক ভোরের পাতা, প্রিয় ডটকম, ইনডিপেনডেন্ট টেলিভিশন এবং সময় টেলিভিশনে কাজ করেন তিনি।
কাজী ইফতেখার শুভ জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাব এডিটরস কাউন্সিল- ডিএসইসি এবং বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন- বিডিজেএ’র সদস্য। স্কুল জীবন থেকেই দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনের সাথে সম্পৃক্ত এই সংবাদকর্মী। এক যুগেরও বেশি সময় ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি’র সদস্য হিসেবে কাজ করছেন কাজী ইফতেখার শুভ।



