সংস্কারের ১৯ মৌলিক বিষয়ে ঐক্যমত : আলী রীয়াজ

‘জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে আমরা মনে করি যে যেকোনো প্রক্রিয়াতে এগুলো বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট পথ পদ্ধতি চিহ্নিত করতে হবে।’

অনলাইন প্রতিবেদক
রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা
রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা |নয়া দিগন্ত

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, দীর্ঘ আলোচনা, মতপার্থক্য ও আলোচনা শেষে জাতীয় ঐক্যমত কমিশন মোট ১৯টি মৌলিক বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে। তবে কিছু বিষয়ে এখনো ভিন্নমত ও নোট অব ডিসেন্ট থেকে গেছে, যা পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করা হবে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার শেষ দিনে এ কথা বলেন।

মৌলিক ১৯টি বিষয়ে যা অন্তর্ভুক্ত হয়েছে : সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটি, নির্বাচনী সীমানা, রাষ্ট্রপতির ক্ষমা, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, জরুরি অবস্থা, প্রধান বিচারপতির নিয়োগ, সংবিধান সংশোধন, প্রধানমন্ত্রীর একাধিক পদে বা দলীয় পদে না থাকা, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, দুদক, মহানিরীক্ষক, ন্যায়পাল, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, সংসদে নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, তত্ত্বাবধায়ক সরকার ও মৌলিক অধিকার সম্প্রসারণ।

জাতীয় সনদ প্রস্তুতির পরবর্তী ধাপ

তিনি বলেন, ‘পাশাপাশি একটা প্রশ্ন উঠেছে রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়নের পথ কি হবে? সেগুলো নিয়েও বিভিন্নভাবে আলোচনা হবে। সেই আলোচনা অব্যাহত রাখার জন্য দলগুলোর পক্ষ থেকে জাতীয় ঐক্যমত কমিশনকে অনুরোধ করা হয়েছে। জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে আমরা মনে করি যে যেকোনো প্রক্রিয়াতে এগুলো বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট পথ পদ্ধতি চিহ্নিত করতে হবে। সেই প্রচেষ্টায় রাজনৈতিক দলগুলোর আগ্রহ আছে, আন্তরিকতা আছে। আমরা অনুরোধ করেছি যে, তারা নিজেদের মধ্যেও আলাপ-আলোচনা অব্যাহত রাখুক।’

আমাদের পক্ষ থেকে আমরা অনুঘটকের দায়িত্ব পালন করব এবং বাইরেও যতটুকু প্রয়োজন অর্থাৎ সকলকে সমন্বিত করে সকলের সাথে এ বিষয়ে পদ্ধতি নিয়ে আলাপ শিগগিরই একটি সাংবাদ সম্মেলন করে সব বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান আলী রীয়াজ।