নবম-দশম শ্রেণির ৫.৫৫ কোটি পাঠ্যবই মুদ্রণ ও সরবরাহ করবে সরকার

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে নবম ও দশম শ্রেণির প্রায় পাঁচ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ৮৬৯ কপি পাঠ্যবই বিনামূল্যে মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের প্রস্তাব অনুমোদন করা হয়, যার মোট ব্যয় প্রায় ৪৭৯ কোটি ৮২ লাখ টাকা।

নয়া দিগন্ত অনলাইন
সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ৪১তম সভায় এ অনুমোদন দেয়া হয়
সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ৪১তম সভায় এ অনুমোদন দেয়া হয় |সংগৃহীত

সরকার ২০২৬ শিক্ষাবর্ষের নবম শ্রেণি, দাখিল নবম শ্রেণি, এসএসসি ও দাখিল ভোকেশনাল নবম শ্রেণি, টেকনিক্যাল ট্রেড নবম ও দশম শ্রেণির বাংলা ও ইংরেজি সংস্করণের প্রায় পাঁচ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ৮৬৯ কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে মুদ্রণ, বাঁধাই এবং সরবরাহের প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ৪১তম সভায় এ অনুমোদন দেয়া হয়। সভাটি ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সভায় সভাপতিত্ব করেন।

সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে নবম ও দশম শ্রেণির প্রায় পাঁচ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ৮৬৯ কপি পাঠ্যবই বিনামূল্যে মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের প্রস্তাব অনুমোদন করা হয়, যার মোট ব্যয় প্রায় ৪৭৯ কোটি ৮২ লাখ টাকা। বাসস