কারাগারে সাবেক এমপি পিন্টুর মৃত্যুর খবরটি গুজব : কারা অধিদফতর

কারা অধিদফতরের এআইজি ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নয়া দিগন্ত অনলাইন
সাবেক এমপি পিন্টু
সাবেক এমপি পিন্টু |সংগৃহীত

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর কারাগারে মৃত্যু নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে কারা অধিদফতর।

বৃহস্পতিবার (৩১ জুলাই) কারা অধিদফতরের এআইজি ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নেত্রকোনা-৩ আসনের সাবেক এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর কারাগারে মৃত্যু সংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমের খবরটি সঠিক নয়। তিনি কারাগারে আটক ছিলেন না। বিষয়টি একটি গুজব।

এছাড়াও, বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সবাইকে সচেতন এবং সতর্ক থাকার আহ্বান জানানো হয়। বাসস