দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সম্পাদক পরিষদ।
শনিবার (২৩ আগস্ট) এক শোকবাণীতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে সংগঠনটি।
‘আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি, তিনি যেন শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন,’ উল্লেখ করা হয়েছে শোকবাণীতে।
সম্পাদক পরিষদের পক্ষে সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষর করেছেন।
উল্লেখ্য, আলমগীর মহিউদ্দিন সম্পাদক পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।