রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ও দগ্ধ রোগীদের চিকিৎসার খোঁজ নিতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালযের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এর আগে, সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল ছুটির সময় বিমান বিধ্বস্তের দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত অন্তত ৫০ জনকে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে।
সেখানে তারা দায়িত্বরত চিকিৎসক ও কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং দগ্ধ রোগীদের অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। বাসস