বিয়ারিং প্যাড দুর্ঘটনার ২৩ ঘণ্টা পর মেট্রোরেল সচল

সোমবার সকাল ১১টা থেকে পুরো রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
মেট্রোরেল
মেট্রোরেল |সংগৃহীত

ফার্মগেট এলাকায় মেট্রোরেল লাইনের ৪৩৩ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে একজন পথচারীর মৃত্যু ও দুজন আহত হওয়ার ঘটনায় বন্ধ হয়ে যাওয়া মেট্রোরেল চলাচল প্রায় সাড়ে ২৩ ঘণ্টা পর পুরো রুটে পুনরায় শুরু হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো: আহসান উল্লাহ শরিফী জানান, সোমবার সকাল ১১টা থেকে পুরো রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়েছে।

উল্লেখ্য, রোববার দুপুরে দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে পুরো রুটে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বিকেল ৩টার দিকে আগারগাঁও-উত্তরা সেকশনে এবং সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল-শাহবাগ সেকশনে ট্রেন চলাচল শুরু হলেও শাহবাগ-আগারগাঁও অংশে ট্রেন চলাচল বন্ধ ছিল।