ছিনতাইকারী সন্দেহে রাজধানীতে দুইজনকে গণধোলাই

‘আহত তুহিন মুন্সিগঞ্জ সদরের উত্তর মহাখালী এলাকার আনোয়ার হোসেনের ছেলে ও আব্দুল হাকিম নোয়াখালী জেলার দাগনভুঁইয়ার নূর নবীর ছেলে।’

নিজস্ব প্রতিবেদক
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালী মাদরাসা এলাকায় ছিনতাইকারী সন্দেহে দুইজনকে গণধোলাই দেয়া হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

গণধোলাইয়ের শিকার দুই ব্যক্তি হলেন, মোহাম্মদ তুহিন (২৬) ও আব্দুল হাকিম মিয়া (২৫)।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুল করিম জানান, যাত্রাবাড়ী কুতুবখালী মাদরাসা এলাকায় সকালের দিকে ছিনতাই করার সময় জনতা গণধোলাই দিলে দুইজন গুরুতর আহত হন। পরে আমাদেরকে খবর দিলে আমরা গিয়ে তাদের দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ভর্তি রাখেন। এই বিষয়ে যাত্রাবাড়ী থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরো জানান, আহত তুহিন মুন্সিগঞ্জ সদরের উত্তর মহাখালী এলাকার আনোয়ার হোসেনের ছেলে ও আব্দুল হাকিম নোয়াখালী জেলার দাগনভুঁইয়ার নূর নবীর ছেলে।