সচিব হলেন ড. নাজনীন কাউসার চৌধুরী

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক
ড. নাজনীন কাউসার চৌধুরী
ড. নাজনীন কাউসার চৌধুরী |নয়া দিগন্ত

সচিব পদোন্নতি পেয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) হিসেবে নিয়োগ পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী।

মঙ্গলবার (২৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ড. নাজনীন কাউসার চৌধুরী বিসিএস ১৫তম ব্যাচের একজন কর্মকর্তা। এর আগে, তিনি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক, বাংলাদেশ চা বোর্ডের সদস্য, বাংলাদেশ রাবার বোর্ডের সচিব, পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়, সমাজ সেবা অধিদফতরসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন।