৬৩ হাজারের বেশি পোস্টাল ব্যালট গেল ১৮ জেলায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণের জন্য এখন পর্যন্ত ১৮ জেলায় ৬৩ হাজার ৬০০টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে; পর্যায়ক্রমে অনুমোদিত সব ভোটারের কাছে ব্যালট পাঠানো হবে।

বিশেষ সংবাদদাতা
ভোট দানের জন্য ৬৩ হাজার ৬০০ পোস্টাল ব্যালট দেশের ১৮টি জেলায় এ পর্যন্ত পাঠানো হয়েছে
ভোট দানের জন্য ৬৩ হাজার ৬০০ পোস্টাল ব্যালট দেশের ১৮টি জেলায় এ পর্যন্ত পাঠানো হয়েছে |সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দানের জন্য ৬৩ হাজার ৬০০ পোস্টাল ব্যালট দেশের ১৮টি জেলায় এ পর্যন্ত পাঠানো হয়েছে।

গতকাল সোমবার থেকে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়। আজ মঙ্গলবার এ পর্যন্ত ১০৬টি ব্যাগে এই ব্যালট পেপার বিডি পোস্টের মাধ্যমে পাঠানো হয়েছে বলে ওসিভি এবং আইসিপিভি প্রকল্পের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. সালিম আহমেদ খান জানান।

ইসির তথ্য বলছে, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য দেশের ভেতরে তিন শ্রেণির সাত লাখ ৬১ হাজার ১৪২ নাগরিক নিবন্ধন করেছেন। এদের মধ্যে অনুমোদিত হলো ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন। ২৪০ জনের নিবন্ধন অনুমোদন পায়নি। ফলে সরকারি চাকরিজীবী ৫ লাখ ৭৫ হাজার ২০০ জন, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ১ লাখ ৬৯ হাজার ৬৪৩জন, আনসার ও ভিডিপি ১০ হাজার ১০ জন, বিভিন্ন জেলখানায় কারাবন্দী ৬ হাজার ২৮৫ জন পোস্টাল ব্যালটে ভোট দেবেন বলে নিবন্ধন অনুমোদন হয়েছে।

পর্যায়ক্রমে অনুমোদিত সবার কাছে পোস্টাল ব্যালট পাঠানো হবে বলে সংশ্লিষ্টরা জানান। আর এই ব্যালটগুলো ১২ ফেব্রুয়ারি ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে হবে।