ওসমান হাদির পরিবারের নিরাপত্তা চেয়ে জিডি

শনিবার (২৪ জানুয়ারি) রাত ৮টায় শরিফ ওসমান হাদির মেঝো ভাই ওমর বিন হাদি এ জিডি করেন।জিডিতে ওমর বিন হাদি তার ও হাদির সন্তানের জীবন হুমকির কথা বললেও সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি।

নিজস্ব প্রতিবেদক
শহীদ শরিফ ওসমান হাদি (বাঁয়ে) ও তার মেজ ভাই শরীফ ওমর বিন হাদি
শহীদ শরিফ ওসমান হাদি (বাঁয়ে) ও তার মেজ ভাই শরীফ ওমর বিন হাদি |সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির পরিবারের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) রাত ৮টায় শরিফ ওসমান হাদির মেজ ভাই ওমর বিন হাদি এ জিডি করেন।

জিডিতে ওমর বিন হাদি তার ও হাদির সন্তানের জীবন হুমকির কথা বললেও সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান বলেন, শরীফ ওসমান হাদির মৃত্যুর পর তার সন্তান ও নিজের জীবন হুমকিতে আছে বলে জিডিতে উল্লেখ করেছেন ওমর বিন হাদি। এজন্য তিনি তাদের দু’জনের নিরাপত্তা চেয়েছেন। তবে জীবন হুমকিতে থাকার কোনো সুনির্দিষ্ট কারণ বলেননি।

জিডিতে উল্লেখ করা হয়, শহীদ ওসমান হাদি খুন হওয়ার পর থেকে আমি (হাদির ভাই) ও হাদির সন্তানকে খুন করা হতে পারে এমন আশঙ্কা করছি। কারণ, যেহেতু হাদির খুনি চক্র গ্রেফতার হয়নি, সেহেতু হাদির খুনি চক্র যেকোনো সময় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। যার কারণে আমি ও হাদির সন্তান নিরাপত্তাহীনতায় ভুগছি।

‎এছাড়াও, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপ ও ফেসবুক আইডি থেকে আমাদের পরিবারে সুনাম ক্ষুন্ন করার জন্য বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে এবং আমাকে হত্যা করতে বিভিন্ন রকম হুমকি দিচ্ছে। এমতাবস্থায় আমি ও শহীদ হাদির সন্তান নিরাপত্তাহীনতায় ভুগছি।

‎এ বিষয়ে রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, শহীদ ওসমান হাদির পরিবারের সদস্যরা নিরাপত্তা শঙ্কায় শাহবাগ থানায় একটি জিডি করেছে। বিষয়টি আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।