ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেয়া হবে না : ইসি সানাউল্লাহ

অনেক সময় দেখা যায় দুষ্ট চক্র প্রতিপক্ষের ভোটারকে আসতে বাধা দেয়। সবাই নিজের ভোটারকে সাথে করে নিয়ে আসুক, এটাতে কোনো বাধা নেই। তবে নির্বাচনে কেউ যেন কাউকে বাধা দিতে না পারে- এটা প্রশাসনকে নিশ্চিত করতে হবে।

নয়া দিগন্ত অনলাইন
সভায় ইসি সানাউল্লাহ
সভায় ইসি সানাউল্লাহ |ইন্টারনেট

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো: সানাউল্লাহ বলেছেন, কোনো অবস্থাতে ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেয়া হবে না। কেউ যদি যথাযথ প্রক্রিয়া অনুশীলন না করে ভোট প্রদান করে, তাহলে তার ভোট বাতিল হয়ে যাবে।

তিনি বলেন, একই সময় সাধারণ ব্যালট ও পোস্টাল ব্যালট গণনা কর হবে। তবে পোস্টাল ব্যালট গণনায় সময় লাগবে। ১১৯টি প্রতীক রয়েছে প্রতিটি ব্যালটে, তাই প্রবাসীদের এ ব্যালটের প্রতীকগুলো অ্যাজেন্টদের দেখিয়ে নিশ্চিত করতে হবে তিনি কোথায় ভোট দিয়েছেন।

আজ মঙ্গলবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় তিনি এসব কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, এবার সবার মধ্যে ভোট দেয়ার অধীর আগ্রহ কাজ করছে। আমাদের সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে তাদের প্রত্যাশা পূরণ করা, যেন সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে। অনেক সময় দেখা যায় দুষ্ট চক্র প্রতিপক্ষের ভোটারকে আসতে বাধা দেয়। সবাই নিজের ভোটারকে সাথে করে নিয়ে আসুক, এটাতে কোনো বাধা নেই। তবে নির্বাচনে কেউ যেন কাউকে বাধা দিতে না পারে- এটা প্রশাসনকে নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, পোস্টাল ব্যালট প্রবাস ও দেশ থেকে দুইভাগে হবে। প্রবাস থেকে যে ভোটগুলো আসবে ডাক বিভাগ রিটার্নিং কর্মকর্তার কাছে সরাসরি ডেলিভারি করবে। আর দেশের ভিতরে যে পোস্টাল ব্যালটগুলো আসে, সেগুলো স্থানীয় পোস্ট অফিসের মাধ্যমে আসবে।

জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড, আনসারসহ বিভিন্ন দফতরের প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা নির্বাচনের আইনশৃঙ্খলা, ভোটের পরিবেশ, গণভোটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সূত্র : বাসস