রাজনৈতিক দলগুলোর সাথে আজ বুধবার জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐকমত্য কমিশন।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সন্ধ্যা ৬টায় বিভিন্ন রাজনৈতিক দল ও জোটগুলোর সাথে কমিশনের এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।
কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ স্বাক্ষরিত এক চিঠিতে দলগুলোকে জরুরি বৈঠকে একজন করে প্রতিনিধির নাম আজ বিকেল ৪টার মধ্যে প্রেরণের জন্য বলা হয়েছে।
উল্লেখ্য যে, গতকাল মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত কপি পাঠায়। আগামী শুক্রবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে দলগুলোর প্রতিনিধরা সনদে স্বাক্ষর করবেন।