বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার (২০ নভেম্বর) সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ অনুমোদন দেয়া হয়।
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এখানে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আজ, আমরা মাসদার হোসেন মামলার রায়ের পূর্ণ বাস্তবায়ন এবং বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা প্রতিষ্ঠার চূড়ান্ত পদক্ষেপ সম্পন্ন করেছি।’
উপদেষ্টা পরিষদের সভায় গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করার জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপদেষ্টা পরিষদ আগে প্রস্তাবিত আইনটি নীতিগতভাবে অনুমোদন করেছে উল্লেখ করে অধ্যাপক আসিফ নজরুল বলেন, সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠা বিচার বিভাগীয় সংস্কার কমিশনের পাশাপাশি জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশগুলোর মধ্যে অন্যতম।
আইন উপদেষ্টা বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় সকল পক্ষ একমত হয়েছে যে, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয় থাকা উচিত।
তিনি বলেন, ‘বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার জন্য গত ২০-৩০ বছর ধরে বাংলাদেশের নাগরিক সমাজের মনে সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয়ের আকাঙ্ক্ষা বিদ্যমান।’
তিনি আরো বলেন, ‘আজ আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন। অনেক রাজনৈতিক দল অনেক আশ্বাস দিয়েছে, অনেক কথা বলেছে। অবশেষে, আমরা এখন একটি ভালো জায়গায় এসে পৌঁছেছি।’ বাসস



