খালেদা জিয়ার লন্ডনযাত্রা

মঙ্গলবার ঢাকায় আসতে বেবিচকের কাছে অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স

বেবিচকের কাছে মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় অবতরণের জন্য এ আবেদন করা হয়েছে। অনুমতি পেলে ঢাকায় এসে ১০ ডিসেম্বর ঢাকা থেকে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা হবে।

নয়া দিগন্ত অনলাইন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া |ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসাসেবা দিতে কাতার আমিরের পক্ষ থেকে ভাড়া করা জার্মানির এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে অনুমতি চেয়েছে।

বেবিচকের কাছে মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় অবতরণের জন্য এ আবেদন করা হয়েছে। অনুমতি পেলে ঢাকায় এসে ১০ ডিসেম্বর ঢাকা থেকে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা হবে।

শনিবার (৬ ডিসেম্বর) রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জার্মান এভিয়েশন কোম্পানি এফএআই অ্যাভিয়েশন গ্রুপ আজ তৃতীয় পক্ষের মাধ্যমে ৯ ডিসেম্বর ঢাকায় অবতরণ এবং ১০ ডিসেম্বর ঢাকা থেকে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য ফ্লাইট শিডিউল চেয়ে আবেদন করেছে।

সূত্র আরো জানিয়েছে, কাতার সরকার খালেদা জিয়ার চিকিৎসার জন্য জার্মানির এই এফএআই অ্যাভিয়েশন গ্রুপ থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া করেছে।

ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি হলো বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ (সিএল৬০)। এটি দীর্ঘ দূরত্বের মেডিক্যাল ইভাকুয়েশন ফ্লাইটে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং জার্মানির শীর্ষ এয়ার অ্যাম্বুলেন্স ও মিশন-ক্রিটিক্যাল অ্যাভিয়েশন সেবাদাতাদের দ্বারা পরিচালিত। চ্যালেঞ্জার ৬০৪ তার শক্তিশালী ট্রান্সকন্টিনেন্টাল সক্ষমতার জন্য পরিচিত, যা ঢাকা–লন্ডন মেডিক্যাল ট্রান্সফারের জন্য উপযোগী।

বেবিচক তাদের কাছে আসা আবেদনটি প্রয়োজনীয় চূড়ান্ত অনুমোদনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে বলে বেবিচক সূত্র নিশ্চিত করেছে।

ফ্লাইট শিডিউলের চূড়ান্ত সরকারি অনুমোদন মিললেই পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।