৫ লাখ পোস্টাল ব্যালট প্রেরণ : গোপনীয়তা লঙ্ঘন হলে এনআইডি ব্লক হতে পারে

প্রবাসী যাদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে, ব্যালটের গোপনীয়তা রক্ষা করা তাদের দায়িত্ব। যদি কেউ গোপনীয়তা লঙ্ঘন করে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হতে পারে।

নয়া দিগন্ত অনলাইন
নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন |ইন্টারনেট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে গত ১৩ দিনে বিশ্বের বিভিন্ন দেশে পাঁচ লাখ ২৯ হাজার ৪২৯ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান বাসসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রবাসী যাদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে, ব্যালটের গোপনীয়তা রক্ষা করা তাদের দায়িত্ব। যদি কেউ গোপনীয়তা লঙ্ঘন করে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হতে পারে।

তিনি আরো বলেন, ভোটের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা আইনের লঙ্ঘন।

সালীম আহমাদ খান জানান, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে। আমরা আশা করছি, তার আগেই প্রবাসী ভোটাদের কাছে পোস্টাল ব্যালট পৌঁছাতে সক্ষম হব।

তিনি বলেন, পোস্টাল ব্যালট পাঠানোর জন্য প্রবাসীদের সঠিক ঠিকানা দিতে হবে। এখন পর্যন্ত ১০ হাজারের মতো নিবন্ধনকারী সঠিক ঠিকানা দেননি। আমরা তাদের ৫ জানুয়ারির মধ্যে সঠিক ঠিকানা দিতে বলেছি।

সঠিক ঠিকানা না দিলে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো সম্ভব হবে না।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ৪৪ হাজার ১২ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

এর আগে, গতকাল বুধবার পর্যন্ত বিশ্বের ৫৮টি দেশে চার লাখ ৮৫ হাজার ৪১৭ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। যার মধ্যে সৌদি আরবে সর্বোচ্চ এক লাখ ৬৯ হাজার ৩৪৩ জন প্রবাসীর কাছে ব্যালট পাঠানো হয়েছে। এছাড়া কাতারে ৫০ হাজার ৩৯৯টি এবং মালয়েশিয়ায় ৪৪ হাজার ২৮৮টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

সূত্র : বাসস