৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৬৮৩

এর মধ্যে সরকারি কলেজে শূন্য পদ ৬৫৩, আর সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে শূন্য পদ ৩০টি।

নয়া দিগন্ত অনলাইন
সরকারি কর্ম কমিশন (পিএসসি)
সরকারি কর্ম কমিশন (পিএসসি) |সংগৃহীত

শিক্ষক নিয়োগে ৪৯তম বিশেষ বিসিএসের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসে ৬৮৩ জন শিক্ষক নিয়োগ দেয়া হবে। এর মধ্যে সরকারি কলেজে শূন্য পদ ৬৫৩, আর সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে শূন্য পদ ৩০টি।

সোমবার (২১ জুলাই) পিএসসি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেন পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন আবেদন এবং ফি জমাদান শুরু হবে ২২ জুলাই (দুপুর ১২টা) থেকে আর আবেদন শেষ হবে আগামী ২২ আগস্ট (সন্ধ্যা ৬টায়)।

অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।