সাবেক নৌ-বাহিনী প্রধান সরওয়ার জাহান মারা গেছেন

শুক্রবার সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান।

নিজস্ব প্রতিবেদক
Former Chief of the Navy Vice Admiral Sarwar Jahan Nizam (Retd.)
Former Chief of the Navy Vice Admiral Sarwar Jahan Nizam (Retd.) |সংগৃহীত

বাংলাদেশ নৌ-বাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম (অব.) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ শুক্রবার সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান।

তার মৃত্যুতে নৌ-বাহিনী প্রধানসহ সর্বস্তরের নৌ সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। আগামীকাল শনিবার বাদ যোহর নৌ-বাহিনী সদর দফতর মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। জানাজা শেষে মরহুমকে যথাযথ সামরিক মর্যাদায় বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।

ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম ১৯৫২ সালের ২ নভেম্বর চট্টগ্রামের আনোয়ারা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালের ১ জুন তিনি সাব-লেফটেন্যান্ট পদে বাংলাদেশ নৌ-বাহিনীতে কমিশন লাভ করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালের ১০ ফেব্রুয়ারি নৌ-বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং দেশপ্রেম, পেশাদারিত্ব ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ও নৌ-বাহিনীর অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বাংলাদেশ নৌ-বাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নে তার অবদান ছিল অনস্বীকার্য। বাংলাদেশ নৌ-বাহিনী তার বিদেহী রুহের মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।