উত্তরায় বিমান বিধ্বস্তে দগ্ধ শিক্ষিকার মৃত্যু

মাহ্ফুজা আক্তারের শরীরের ২৫ শতাংশ দগ্ধ ছিল।

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট |সংগৃহীত

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মাহ্ফুজা আক্তার (৪৫) নামের আরো এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মাহ্ফুজা আক্তারের শরীরের ২৫ শতাংশ দগ্ধ ছিল।

উল্লেখ্য, তিনি গত ২১ জুলাই দুপুরে সংঘটিত ওই দুর্ঘটনায় আহত হন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ‘মাহ্ফুজা আক্তার আজ দুপুরে মারা গেছেন। তার শরীরে ২৫ শতাংশ দগ্ধ ছিল। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্নে শিক্ষার্থী ও শিক্ষিকাসহ ১৯ জনের মৃত্যু হয়েছে।’

তিনি আরো জানান, ‘জাতীয় বার্নে বর্তমানে ২৩ জন রোগী ভর্তি রয়েছেন এবং ১৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।’