ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রাজনৈতিক দলের ইশতেহার : তারূণ্যের ভাবনা শীর্ষক ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ জানুয়রি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা সমূহের জোট ভয়েস নেটওয়ার্কের উদ্যোগে এই ডায়ালগের আয়োজন করা হয়।
ডায়ালগে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, পেশাজীবি, ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
ভয়েস নেটওয়ার্কের চেয়ারপার্সন অধ্যাপক ডক্টর মো. জসিম উদ্দীনের সভাপতিত্বে ডায়ালগে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ, জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান।
অনুষ্ঠানে ভয়েস নেটওয়ার্কের কার্যক্রম তুলে ধরেন সংস্থাটির কার্যনির্বাহী কমিটির সভাপতি এনায়েত হোসেন জাকারিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভয়েস নেটওয়ার্কের সদস্য সচিব একরামুল হক সায়েম। আরো উপস্থিত ছিলেন ভয়েস নেটওয়ার্কভুক্ত সংস্থা সমুহের প্রধানরা।
আলোচনায় আরো অংশ নেন ভয়েস নেটওয়ার্কের শিক্ষা ও গবেষণা সম্পাদক এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষক বোরহান উদ্দীন, ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা প্রমুখ।
ডায়ালগে শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে তাদের প্রশ্ন ও মতামত তুলে ধরেন। ভবিষ্যতে সাম্য ও ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলসমূহের কর্মসূচি ও কর্ম পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করা হয়। সভায় নিম্নোক্ত বিষয়ে তরুণদের ভাবনা ও মতামত তুলে ধরা হয়।
এর মধ্যে তরুণদের মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার উপায় সম্পর্কে রাজনৈতিক দলের কর্মসূচি সম্পর্কে জানতে চাওয়া হয়। তরুণদের বক্তব্যে জাতীয় নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, কৃষি, ও ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা আসন্ন নির্বাচনে সকল রাজনৈতিক দলের ইশতেহারে অন্তর্ভূক্ত করার আহ্বান জানানো হয়। আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহার যেন কথার ফুলঝুড়ি না হয়ে বাস্তবায়নযোগ্য হয় সে বিষয়ে তাগিদ দেয়া হয়।



