বাংলাদেশ চারুশিল্পী পরিষদ আয়োজিত ‘৩৬ জুলাই-দ্বিতীয় স্বাধীনতার বর্ষপূর্তি উদযাপন’ উপলক্ষে ক্যালিগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান রোববার (৩১ আগস্ট) বিকেল ৪টায়, জাতীয় যাদুঘর, নীলকান্ত ভট্টশালী গ্যালারিতে অনুষ্ঠিত হবে।
শনিবার (৩০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
‘ক্যালিগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনী এবং সমাপনী অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত।’
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সেক্রেটারি মুফাচ্ছির আহমদ ফয়েজী আগ্রহীদের সপরিবারে ও সবান্ধব সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।