সরকারের সংস্কার কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের সমর্থন

রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সুসম্পর্ক আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে।

নয়া দিগন্ত অনলাইন
মাইকেল মিলারের সাথে অধ্যাপক আলী রীয়াজের বৈঠক
মাইকেল মিলারের সাথে অধ্যাপক আলী রীয়াজের বৈঠক |সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং এ সংস্কার কার্যক্রমের প্রতি তাদের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) মাইকেল মিলার প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজের সাথে বৈঠককালে এসব কথা জানান।

এছাড়াও আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারের গৃহীত কার্যক্রমের প্রতি ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সমর্থন ব্যক্ত করে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের এ নির্বাচন মনিটরিং করতে ইউরোপীয় ইউনিয়নের বড় আকারের পর্যবেক্ষক দল পাঠানো প্রক্রিয়ার অংশ হিসেবে একটি টিম ইতোমধ্যে বাংলাদেশে অবস্থান করছে।

রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সুসম্পর্ক আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে।

অধ্যাপক আলী রীয়াজ আসন্ন গণভোটের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি বাংলাদেশের গণভোট ও গণতান্ত্রিক উত্তরণে ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। বাসস