বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সেন্টার ফর বেঙ্গল স্টাডিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ‘ভালো কাজের হালখাতা’, ঢাকা গেট অভিমুখে ‘লুঙ্গি মিছিল’, রাজু ভাস্কর্যের পাশে ‘ফ্যাসিস্ট প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ’ এবং পায়রা চত্বরে ‘মাইম প্রদর্শনী’ অনুষ্ঠানের আয়োজন করেছে।
সোমবার সকাল থেকে নানা বয়সের শিশু-কিশোর, যুবক-যুবতী, বৃদ্ধ সবাই ভালো কাজের হালখাতায় নতুন বছরের কিছু ভালো উইশ এবং খারাপ বর্জনের উইশগুলো লিখেছে। প্রতিবাদমুক্ত প্রথম এই নববর্ষের আনন্দ সবার কাছে ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেয়া হয়। বাংলার প্রাচীন হালখাতা অনুষ্ঠানকে শহুরে নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতে মূলত ভালো কাজের হালখাতা অনুষ্ঠানটির আয়োজন।
বাংলার সাধারণ মানুষের পোশাককে স্মরণ রাখতে লুঙ্গি মিছিলের আয়োজন করা হয়। আর জুলাইয়ের স্পিরিটকে ধারণ করা এবং পরবর্তী বাংলাদেশ যেন প্রতিবাদমুক্ত বাংলাদেশ হয় তা জারি রাখতে এসিস্টের প্রতিকৃতিতে জুতা নিক্ষেপের আয়োজন করা হয়। এই আয়োজনে সেন্টারের সাথে ছিল অ্যান্টি-ফ্যাসিস্ট কোয়ালিশন।