নয়া দিগন্তের প্রতিনিধি সম্মেলন

জটিলতা সমাধানে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন : সালাহউদ্দিন বাবর

নয়া দিগন্তের পাঁচ বিভাগের ব্যুরো প্রধান ও জেলা প্রতিনিধিদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নয়া দিগন্ত ডেস্ক
নয়া দিগন্তের প্রতিনিধি সম্মেলনে সম্পাদকসহ অন্যরা
নয়া দিগন্তের প্রতিনিধি সম্মেলনে সম্পাদকসহ অন্যরা |নয়া দিগন্ত

নয়া দিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর বলেছেন, ‘যেকোনো কঠিন সময়ে এবং জটিলতা সমাধানে সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। সবাই মিলে একসাথে চেষ্টা চালালে জটিল পরিস্থিতি সহজে সমাধান করা সম্ভব হয়।’

নয়া দিগন্তের পাঁচ বিভাগের ব্যুরো প্রধান ও জেলা প্রতিনিধিদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সোমবার (২০ অক্টোবর) রাজধানীতে নয়া দিগন্তের বোর্ডরুম থেকে অনলাইন প্ল্যাটফরম জুম-এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সালাহউদ্দিন মুহাম্মদ বাবর প্রতিনিধিদের উদ্দেশে আরো বলেন, ‘নিজের লেখা সংবাদের সমালোচনা নিজেকেই তৈরি করে পরবর্তী সংবাদ আরো উন্নত করতে হবে।’

দু’দিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের প্রথম দিন রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট ও ময়মনসিংহের ব্যুরো প্রধান ও জেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নয়া দিগন্তের মফস্বল বিভাগের ইনচার্জ মীম ওয়ালীউল্লাহর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পত্রিকার নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী। এসময় তিনি বলেন, ‘সময়ের পরিবর্তনের সাথে সংবাদের ডায়মেনশন ও গণমাধ্যমের কাঠামোর পরিবর্তন হয়েছে। তাই গণমাধ্যমের মেকানিজম ও টেকনিক্যাল বিষয়গুলোর সাথে সংশ্লিষ্ট সবার পরিচিত হওয়া জরুরি। সংবাদ পরিবেশনের তুমুল প্রতিযোগিতাপূর্ণ এ সময়ে ঘটনা সম্পর্কে নিজেদের আপডেট রাখতে হবে। কারণ আপনারাই বাংলাদেশে নয়া দিগন্তের প্রকৃত প্রতিনিধি। আপনাদের মাধ্যমেই নয়া দিগন্তের ভাবমর্যাদা বিকশিত হবে।’

নয়া দিগন্তের সিটি এডিটর আশরাফুল ইসলাম বলেন, ‘নিপীড়নের সময় পার হয়ে এখন আমরা মুক্ত পরিবেশ পেয়েছি। অতীতের অকথ্য নির্যাতনের কথা গণমাধ্যমে তুলে আনতে হবে। এর পাশাপাশি নিজেদের আত্মমূল্যায়ন জরুরি।’

নয়া দিগন্তে চিফ রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন বলেন, ‘কষ্টের দিন পার হয়েছে। বর্তমান কর্মপরিবেশকে কাজে লাগিয়ে নয়া দিগন্তের সংবাদ পরিবেশনা ও মর্যাদা আরো উন্নত করতে হবে।’

সম্মেলনে আরো বক্তব্য রাখেন নয়া দিগন্তের মাল্টিমিডিয়া অ্যান্ড অ্যাডমিন কনসালটেন্ট সাইফুল ইসলাম, জিএম মার্কেটিং আনোয়ারুল ইসলাম জয়, হেড অব মাল্টিমিডিয়া মোস্তাফিজুর রহমান, অনলাইন এডিটর একরামুল ইসলাম বিপ্লব, এজিএম সার্কুলেশন মেজবাউদ্দিন হেলাল।

প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট ব্যুরো প্রধান আব্দুল কাদের তাপাদার, সুনামগঞ্জ প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ, কুষ্টিয়া প্রতিনিধি এ এফ এম নূরুল কাদির, চুয়াডাঙ্গা প্রতিনিধি হুসাইন মালিক, মেহেরপুর প্রতিনিধি ওয়াজেদুল হক, নড়াইল প্রতিনিধি ফরহাদ খান, বাগেরহাট প্রতিনিধি রবিউল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি সাব্বির আহমেদ লাভলু ও আসাদুল ইসলাম সবুজ, নীলফামারী প্রতিনিধি আব্দুল গফুর, কুড়িগ্রাম প্রতিনিধি রেজাউল ইসলাম রেজা, গাইবান্ধা প্রতিনিধি রোকনুজ্জামান, দিনাজপুর প্রতিনিধি সাদাকাত আলী, পঞ্চগড় প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, রংপুর ব্যুরো প্রধান সরকার মাযহারুল মান্নান, জামালপুর প্রতিনিধি খাদেমুল হক বাবুল, ময়মনসিংহ অফিস প্রধান সাইফুল মাহমুদ, বগুড়া অফিস প্রধান আবুল কালাম আযাদ, সিলিট ব্যুরোর স্টাফ রিপোর্টার এইচ এম জামিল, যশোর অফিস প্রধান এম আইয়ুব ও সাতক্ষীরা প্রতিনিধি জিল্লুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন এইচআর অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার আজহারুল ইসলাম, আইটি চিফ মিজানুর রহমান, আইটি এক্সিকিউটিভ জহিরুল ইসলাম প্রমুখ।