হাদির জানাজা

সংসদ ভবন এলাকায় জড়ো হচ্ছে মানুষ

শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে সংসদ ভবন এলাকায় মানুষ জড়ো হচ্ছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে। দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা সম্পন্ন হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজা ও দাফনের প্রস্তুতি চলছে।

নয়া দিগন্ত অনলাইন
ওসমান হাদির জানাজায় অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে আসছে মানুষ
ওসমান হাদির জানাজায় অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে আসছে মানুষ |নয়া দিগন্ত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজা ঘিরে সংসদ ভবন এলাকায় জড়োহতে শুরু করেছে মানুষ। ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সকাল থেকেই সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সড়কটির দুই প্রান্তে নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এরইমধ্যে বিভিন্ন জায়গা থেকে জানাজায় অংশ নিতে ওই এলাকায় আসতে শুরু করেছেন অনেকে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার দুপুর ২টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হবে।

পরে তার লাশ নেয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের কাছেই তাকে দাফন করা হবে বলে জানানো হয়েছে।