বিমান বাহিনীতে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৪০ জনকে শান্তিকালীন পদক দেয়া হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে পদক প্রদান করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানের মাধ্যমে ২০২৫ সালের জন্য বিমান বাহিনীর ৪০ জন কর্মকর্তা ও বিমান সেনাকে শান্তিকালীন পদক প্রদান করা হয়। শান্তিকালীন পদকপ্রাপ্ত সদস্যদেরকে বিমান বাহিনী প্রধান অভিনন্দন জানান এবং বিমান বাহিনীর সকল সদস্যদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, তাদের এই সম্মাননা অন্যান্যদের মাঝে অনুপ্রেরণা সৃষ্টি করবে।
অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানগণ ছাড়াও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।



