প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিক্ষোভকারীদের জুমা আদায়

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিক্ষোভকারীরা জুমার নামাজ আদায় করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়
যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায় |সংগৃহীত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন ‘যমুনা’র সামনে বিক্ষোভ ও জুমার নামাজ আদায় করেছেন আন্দোলনকারীরা।

শুক্রবার (৯ মে) দুপুর দেড়টায় যমুনার সামনে জুমার নামাজে ইমামতি করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মাওলানা সানাউল্লাহ।

এরপর জুলাইয়ের অন্যতম যোদ্ধা হাসনাত আবদুল্লাহ আরো বড় জমায়েতের ডাক দেন। এই জমায়েত অনুষ্ঠিত হবে মিন্টু রোডের পানির ফোয়ারা চত্বরে।

বৃহস্পতিবার রাত ১০টা থেকে যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালাচ্ছেন এনসিপি, ইসলামী ছাত্রশিবির, ইনকিলাব মঞ্চ, ইসলামপন্থীদের বৃহত্তম অরাজনৈতিক দল হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জুলাইয়ের অন্যতম অংশীদার সাধারণ আলেম সমাজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা আওয়ামী লীগ নিষিদ্ধ এবং শেখ হাসিনার বিচারের দাবিতে স্লোগান দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে যমুনা এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে কাকরাইল পর্যন্ত সড়কে পুলিশের ব্যারিকেড বসানো হয়েছে, বন্ধ রয়েছে যান চলাচল।