ডিসেম্বর মাসের প্রথমার্ধে যেকোনো দিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন পর্যবেক্ষকদের সাথে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।
আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার আর বেশি দেরি নেই। ডিসেম্বর মাসের প্রথমার্ধের যেকোনো একদিন তফসিল ঘোষণা হয়ে যাবে।’



