আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় ডিএমপি কমিশনারের ‘দুঃখপ্রকাশ’

হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে যে অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়েছে, তার জন্য আমি ডিএমপি কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত।

নয়া দিগন্ত অনলাইন
কথা বলছেন ডিএমপি কমিশনার
কথা বলছেন ডিএমপি কমিশনার |সংগৃহীত

আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো: সাজ্জাত আলী।

বুধবার রাতে শাহবাগে আন্দোলনকারীদের মাঝে উপস্থিত হয়ে তিনি এই কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে যে অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়েছে, তার জন্য আমি ডিএমপি কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

তিনি একটি তদন্ত কমিটি গঠনের কথা বললে, শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। এরপর তিনি সেখান থেকে চলে যান।

এরপর আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার বিকেল ৫টায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলে সাংবাদিকদের জন্য একটি সভা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের বৃহস্পতিবারের ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা দিয়েছে প্রকৌশলী অধিকার আন্দোলন।

বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টায় রাজধানীর শাহবাগ মোড়ে এই কর্মসূচির ঘোষণা করেন সংগঠনটির সভাপতি মো: ওয়ালীউল্লাহ।