প্রেস সচিব

খালেদা জিয়ার জানাজা-দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে

প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে এবং সর্বোচ্চ নিরাপত্তায় দাফন সম্পন্ন করা হবে।

নয়া দিগন্ত অনলাইন
বেগম খালেদা জিয়া
বেগম খালেদা জিয়া |ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন এবং আইনশৃঙ্খলা-সংক্রান্ত প্রস্ততি সভা শেষে এসব কথা জানান তিনি।

প্রেস সচিব বলেন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা ও রাষ্ট্রীসম্মানের সাথে বেগম খালেদা জিয়ার লাশ আগামীকাল সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হবে। এ সময় রাস্তার দু’পাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

তিনি বলেন, জানাজা-সংক্রান্ত সকল কিছু পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় করা হবে, সম্প্রচার করবে বিটিভি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তায় কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনীর ১০ হাজার সদস্য। মাঠে থাকবে সেনাবাহিনীও।

তিনি আরো বলেন, বিএনপির সাথে সমন্বয় করে জানাজার আয়োজন করা হবে। এ সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

শফিকুল আলম বলেন, জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের অন্যান্য উপদেষ্টা, বিএনপি নেতা, কূটনীতিকরা উপস্থিত থাকবেন। এছাড়াও সংসদ, বাংলাদেশের দূতাবাস, বিএনপির পার্টি অফিসে শোক বই খোলা হবে।

ব্রিফিংয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম বলেন, রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার থেকে সংসদ ভবন পর্যন্ত নেয়ার সময় পুরো রাস্তায় তাকে শ্রদ্ধা জানানো হবে। দলীয় অবস্থান থেকে সরকারকে সহায়তায় করা হবে।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সূত্র : বাসস