ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) উদ্যোগে ‘গ্লোবাল মাইন্ডস ফেইথফুল হার্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ডা: মিলন হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষজ্ঞরা চিকিৎসা ক্ষেত্রের বিভিন্ন বিভাগ ও বিষয়ের ওপর তথ্যভিত্তিক গবেষণালব্ধ বক্তব্য উপস্থাপন করেন। এনডিএফ সভাপতি অধ্যাপক ডা: মো: নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা: সাজেদ আব্দুল খালেকের সঞ্চালনায় দেশবরেণ্য শতাধিক চিকিৎসক উপস্থিতি ছিলেন।
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. শাহিনুল আলম‘রিডিফাইনিং মেডিক্যাল অ্যাডুকেশন ইন বাংলাদেশ’ শিরোনামে বক্তব্য রাখেন।
অধ্যাপক ডা: মো: হুমায়ুন কবির তালুকদার, অধ্যাপক ডা: মোজাম্মেল হক, অধ্যাপক ডা: আইরিন পারভীন, অধ্যাপক ডা: শামীমা পারভীন, ডা: জেবা উন নাহার, অধ্যাপক ডা: আবু খুলদুন আল মাহমুদ চিকিৎসা শিক্ষা ব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শাখা এনডিএফ সভাপতি ডা: মো: আতিয়ার রহমান, সেক্রেটারি ডা: মো: শাহাদাত হোসেন, এনডিএফ’র কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক ডা: এ কে এম জিয়াউল হক, কোষাধ্যক্ষ ডা: নাজমুল আরেফিন প্রমুখ।
সমাপনী বক্তব্য প্রদান করেন অধ্যাপক ডা: মাহমুদ হোসেন। বিজ্ঞপ্তি