কারাবন্দী হলমার্কের এমডি তানভীর মাহমুদের হাসপাতালে মৃত্যু

কারাবন্দী হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ অসুস্থ হয়ে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি হলমার্ক কেলেঙ্কারি মামলায় কারাভোগ করছিলেন ও দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন।

নয়া দিগন্ত অনলাইন
মো: তানভীর মাহমুদ
মো: তানভীর মাহমুদ |সংগৃহীত

হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কয়েদি মো: তানভীর মাহমুদ (৫৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারা অধিদফতরের সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি-উন্নয়ন) মো: জান্নাত-উল ফরহাদ এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার দুপুরে হলমার্ক গ্রুপের (এমডি) কয়েদি মো: তানভীর মাহমুদ অসুস্থ হয়ে পড়লে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। তিনি হাসপাতালের ৬ তলা ৬০২ নম্বর ওয়ার্ডে এক্সট্রা ১৯ নম্বর বেডে ভর্তি ছিলেন।

তানভীর মাহমুদ হলমার্ক কেলেঙ্কারির মামলায় কারাভোগ করছিলেন। রাজধানীর রমনা থানার একটি মামলায় তিনি কারাবন্দী ছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
সূত্র : বাসস