প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মোন্থা’

ঘূর্ণিঝড় ‘মোন্থা’ বঙ্গোপসাগরে প্রবল হয়ে উঠেছে এবং এটি অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রমের সম্ভাবনা রয়েছে, ভারত ও বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মোন্থা’
প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মোন্থা’ |প্রতীকী ছবি

বঙ্গোপসাগরে উদ্ভূত ঘূর্ণিঝড় ‘মোন্থা’ রূপ নিয়েছে প্রবল ঘূর্ণিঝড়ে। বেড়েছে এর বাতাসের গতিবেগও। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) আবহাওয়াবিদ ড. মো: ওমর ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোন্থা’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে সকাল ৬টায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিনত হয়।

এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় (১৪.৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৩.০ ডিগ্রি পূর্ব দ্রঘিমাংশ) অবস্থান করছে। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা/রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর দিয়ে ঘূর্ণিঝড়টি গত ছয় ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে উত্তর থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টা নাগাদ এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

আবহাওয়া অধিদফতর (আইএমডি) জানিয়েছে, সকাল ৫টা ৩০ মিনিটে মাছিলিপত্তনমের ১৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, কাকিনাড়ার ২৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ভাইজাগের ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ঘূর্ণিঝড়টি কেন্দ্রীভূত ছিল।

আজ সন্ধ্যায় বা রাতে কাকিনাড়ার আশপাশে মাছিলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মধ্য দিয়ে এর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এ সময় এটি তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নেবে।

আইএমডি জানিয়েছে, সর্বোচ্চ ৯০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে ১১০ কিলোমিটার বেগে বাতাস বইবে। অন্ধ্রপ্রদেশের ১৬টি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু ঘূর্ণিঝড় মোন্থার ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তরিত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। কাকিনাড়া ও কোনাসীমা অঞ্চলে ঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। সেখানে থেকে প্রায় ১০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে এবং ১২৬ জন গর্ভবতী নারীকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ওড়িশা সরকার দক্ষিণের আটটি জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঝুঁকিপূর্ণ স্থান থেকে লোকদের সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে। এসব এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।

ঘূর্ণিঝড় মোন্থা উপকূলীয় অঞ্চলের দিকে এগিয়ে আসার সাথে সাথে ভারতের বেশ কয়েকটি রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু ও ওড়িশায় রেড অ্যালার্ট জারি করা হলেও, কর্ণাটক, মহারাষ্ট্র, কেরালা, পশ্চিমবঙ্গ ও গুজরাটের কিছু অংশে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে।