স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের সব জায়গায় এবার দুর্গাপূজা নির্বিঘ্নে হবে।
আজ রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পূজা শুরু হবে আগামী ২৮ তারিখ থেকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে ২৪ সেপ্টেম্বর থেকে। এরই মধ্যে সিদ্ধান্ত হয়েছে মণ্ডপে পূজা কমিটিগুলো সাতজন করে গার্ড রাখবে। এখন হয়তো দুয়েকটি জায়গায় ছোটখাটো ঘটনা ঘটছে। এখন আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন হয়নি, তাই তাদেরই (পূজা কমিটি) মূল দায়িত্ব এগুলো দেখা।’
তিনি বলেন, এবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবক পূজামণ্ডপে মোতায়েন করবে। আমরা ভাবছি সব যদি ঠিকঠাক থাকে পূজাটা ভালোভাবে উদযাপিত হবে। এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, এটার পবিত্রতা রক্ষা করাও সবার দায়িত্ব।
নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা আপনাদের বলতে পারি নির্বাচনটা শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে। নির্বাচন নিয়ে অনেকে অনেক কথা বলবে, তারাই একটা সমাধানের মধ্যে আসবে। নির্বাচনের সময়, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়ও দেখবেন দুয়েকটা ঘটনা ঘটে। আমরা চেষ্টা করছি যাতে ছোটখাটো ঘটনাগুলো না ঘটে।