রাজধানীর লালমাটিয়া এলাকায় দুই দিন ধরে পানির সরবরাহ বন্ধ থাকায় তীব্র সঙ্কট দেখা দিয়েছে। এতে স্থানীয় বাসিন্দারা খাবার ও দৈনন্দিন কাজে ব্যবহারের পানির অভাবে চরম দুর্ভোগে পড়েছেন।
বাসিন্দাদের অভিযোগ, গত শনিবার রাত থেকে এলাকায় পানি আসছে না। ফলে সকাল-সন্ধ্যার প্রয়োজনীয় কাজ থেকে শুরু করে রান্না, কাপড় ধোয়া, এমনকি পান করার জন্যও পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না। অনেকেই বাধ্য হয়ে বাজার থেকে বোতলজাত পানি কিনছেন বা পাশের এলাকার আত্মীয়-স্বজনের বাড়ি থেকে পানি এনে ব্যবহার করছেন।
কর্তৃপক্ষ থেকে এ ঘটনার নির্দিষ্ট কারণ জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ঢাকা ওয়াসার সরবরাহ লাইনের চাপ কমে যাওয়ার কারণে এই সমস্যা দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সমস্যাটি দীর্ঘায়িত হলেও ওয়াসার পক্ষ থেকে কোনো দৃশ্যমান উদ্যোগ নেয়া হয়নি।
এ বিষয়ে এক বাসিন্দা বলেন, ‘দুই দিন ধরে এক ফোঁটা পানি নেই। ওয়াসাকে ফোন করেও কোনো কার্যকর ব্যবস্থা পাচ্ছি না।’
এছাড়া বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক আমির খসরু ফেসবুকে লেখেন, ‘এক ফোঁটাও পানি নাই লালমাটিয়ার বি ব্লকসহ বিশাল এলাকায়। ওয়াসাসহ দেখার কি কেউ নাই?’
তার পোস্টের নিচে মাহবুব আলম নামে এক ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘পাশেই ওয়াসা, তাও দেখার কেউ নাই।’
এদিকে বিশেষজ্ঞরা মনে করেন, এই ধরনের পরিস্থিতিতে বিকল্প হিসেবে ওয়াসার পানির গাড়ি সরবরাহ করা যেতে পারে, যেমনটি তারা আগের কিছু সঙ্কটের সময় করেছিল। পাশাপাশি, লাইনের চাপ ও সরবরাহ ব্যবস্থার স্থায়ী সমাধান করাও জরুরি।
ঢাকা ওয়াসার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘লালমাটিয়া অঞ্চলের একটি সরবরাহ লাইনে প্রযুক্তিগত ত্রুটি দেখা দিয়েছে। আমরা মেরামত কাজ চালাচ্ছি, শিগগিরই পানি সরবরাহ স্বাভাবিক হবে।’
এদিকে, বাসিন্দারা দ্রুত সমস্যার সমাধান ও বিকল্প পানির ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।



