হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আদালতে যা বললেন

‘আমাকে গ্রেফতারের সময় পুলিশকে বলেছি, ভালো করে তদন্ত করেন। প্রয়োজনে ওই শো-রুমে আমাকে নিয়ে যান, তাহলে সব সত্যি বের হবে।’

নয়া দিগন্ত অনলাইন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো: আব্দুল হান্নান রিমান্ড শুনানিকালে আদালত অনুমতি দিলে বলেছেন, ‘আমি এই মোটরসাইকেলটি মিরপুর মাজার রোড থেকে কিনেছি। পরে অসুস্থ ছিলাম বলে সবাই আমাকে মোটরসাইকেল চালাতে নিষেধ করে। এ কারণে আমি মোটরসাইকেল চালানো বন্ধ রাখি। এরপর থেকে বাইকটি বাসায় পড়ে ছিল। পরে মোটরসাইকেলটি একটি শো-রুমে বিক্রি করি। তাদের আমি পরে নাম চেঞ্জ করে দেব বলে জানাই। দুই মাস পর নাম চেঞ্জ করে দেয়ার কথা ছিল। শো-রুম থেকে আমাকে নাম চেঞ্জের জন্য ডাকা হলেও অসুস্থতার জন্য যেতে পারিনি।’

তিনি আদালতে আরো দাবি করেন, ‘আমাকে গ্রেফতারের সময় পুলিশকে বলেছি, ভালো করে তদন্ত করেন। প্রয়োজনে ওই শো-রুমে আমাকে নিয়ে যান, তাহলে সব সত্যি বের হবে। কিন্তু তারা আমাকে সেখানে নিয়ে যায়নি। বরং মামলা দিয়ে থানায় আটকে রাখে। আমি নির্দোষ। এ ঘটনায় কিছুই জানি না।’

পরে বিচারক তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়ে আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।